কেন্দ্রীভূত ক্ষমতার কারণে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী : ড. সায়েম
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সরকারকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পথে হাঁটতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল। এসএ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, কেন্দ্রীভূত ক্ষমতার আধিপত্যের কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। ফলে বাড়ছে সামাজিক বৈষম্য ও অপরাধ।
সচিবালয়. ব্যাংক বীমা ও অফিস-আদালতসহ প্রশাসনের কেন্দ্রবিন্দু ঢাকা। একারণে জীবন ও জীবিকার তাগিদে, ঢাকামুখী জনস্রোত ক্রমাগত বাড়ছে।
এমন পরিস্থিতিতে করণীয় কি? সেই প্রশ্নের উত্তর দেন এই অর্থনীতিবিদ।
তিনি বলেন, কেন্দ্রীভূত ক্ষমতার কারণে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী
নিজ জেলার বাইরে অন্য জেলার উন্নয়নে মন্ত্রীদের উদাসিনতায় ক্ষোভ প্রকাশ করেন ড. সায়েম আমীর ফয়সল।