বগুড়া-৭ আসনের সংসদ সদস্যের ওপর যুবলীগ নেতাকর্মীদের হামলা
- আপডেট সময় : ০৮:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিতে যাওয়ার সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর ওপর যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদের হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা চলাকালে বাইরে এই হামলার ঘটনা ঘটেছে। এদিকে হামলার সময় এমপিকে রক্ষা করতে গেলে যুবলীগ নেতাকর্মীরা তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম রেজাকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে। মাথায় আঘাত পাওয়ায় রেজাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা ছিল। সকাল পৌনে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সভা শুরু হয়। সভা শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর বাইরে হট্টগোল শুরু হয়। সেখানে এমপির উপর হামলা করে যুবলীগ নেতাকর্মীরা। এসময় হামলা ঠেকাতে গেলে তার পিএস রেজাকে মারপিট করা হয়। পরে পুলিশ এমপিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে ঘটনার পর যুবলীগ নেতাকর্মিরা এমপির বিরুদ্ধে একটি মিছিল বের করে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।