সাফজয়ী নারী ফুটবলারদের রাজসিক সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
সোনায় মোড়ানো সাফল্য নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুরে শিরোপা হাতে বিমানবন্দরে পা রাখেন সাবিনা-সানজিদারা। দেশবাসীর জন্য যা উৎসর্গ করেছেন সাবিনা খাতুন। বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী দলকে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে যায় দল। যেখানে সাবিনাদের বরণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সোনালী ট্রফি নিয়ে কখন নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। কখন দৃশ্যপটে আসবেন সাবিনা-সানজিদারা। অপেক্ষার যেন তর সইছিলো না হাজার ভক্ত, সংবাদ কর্মী আর বাফুফে কর্মকর্তাদের।
অবশেষে দুপুর পেরিয়ে বিকেল নামতেই আসলো সেই মাহেন্দ্রক্ষণ। বীরদর্পে মাতৃভূমিতে পা রাখলেন প্রমিলা ফুটবল দল। সোনালী ট্রফি হাতে দৃশ্যপটে সাবিনা খাতুন। স্বপ্ন সারথী সানজিদা-কৃষ্ণা রাণীদের চোখে মুখেও বিজয়ের হাসি। উৎসবের আনন্দে মাতোয়ারা নারী দলের কোচিং স্টাফ। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানী জুড়ে উৎসবের আমেজ।
বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। ঐতিহাসিক ট্রফি দেশের মানুষকেই উৎসর্গ করেছে নেপালজয়ী মেয়েরা।
নারীদের আরাধ্য অর্জনে খুশি ফেডারেশন কর্তারাও।
স্বপ্ন পূরণের হাতছানিতে ছাদহীন বাস। ট্রফি নিয়ে প্যারেড। উদ্দেশ্য যাত্রা বাফুফে ভবন। যেখানে সাবিনা কৃষ্ণাদের বরণ করে নেন বাফুফে সভাপতি।
প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছিনিয়ে নিজেদের অর্জন জাহির করেছে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর গাঁয়ের মেয়েরা। যাদের নিয়ে গড়া বাংলাদেশ ফুটবল নারী দল।