মিয়ানমারের উস্কানী মূলক কর্মকান্ডে সতর্ক অবস্থানে বাংলাদেশ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০১:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আগামী নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মায়ানমারের গোলা বর্ষন নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। গোপালগঞ্জে কাশিয়ানীতে উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত কালনা সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সকালে সড়ক পথে গোপালগঞ্জের কাশিয়ানীর উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত কালনা সেতুর পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সাথে ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন, মিয়ানমারের উস্কানী মূলক কর্মকান্ডে বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষন করছে সরকার। এ ব্যাপারে নজর রাখতে স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ শান্তি চায়। কখনো যুদ্ধ চায় না । বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না।
এদিকে, মিয়ানমার থেকে ছোড়া গুলি ও মর্টারের গোলার আতঙ্কে ফাঁকা হয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুবাজার।
সীমান্ত থেকে ছোড়া গুলি ও মর্টারের গোলার আতঙ্কে ফাঁকা হয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুবাজার।
সীমান্তের স্থানীয় লোকজন জানান, বেশ কিছুদিন ধরে সীমান্তে গোলাগুলি, গোলা বর্ষণ ও হেলিকপ্টার থেকে গুলি করেছে মিয়ানমার সৈন্যরা। যে কারণে এখনো উৎকণ্ঠা কাটছে না সীমান্তবর্তী বাসিন্দাদের। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না ঘর থেকে, অনেকেই গবাদি-পশু বেঁধে রেখেছে। গোলাগুলি আংতকে এখন সন্তানদের স্কুল যেতে দিচ্ছে না বাসিন্দারা।
বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু সীমান্তে স্থানীয় বাসিন্দা রয়েছে ২২ হাজারের বেশি আর ২০১৭ সালের ২৫ আগস্টের পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে সাড়ে ৪ হাজার রোহিঙ্গা।