নওগাঁয় ক্রমেই জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ
- আপডেট সময় : ০২:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সীমিত খরচ, কম যায়গা আর অল্প শ্রমে ফসল ঘরে তোলা যায় বলে নওগাঁয় ক্রমেই জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ। রেকোর্ড ভেঙ্গে এবার বহু কৃষক এই পদ্ধতিতে আদা চাষ করছেন। এভাবে চাষ বাড়লে আদার আমদানী নির্ভরশীলতা কমবে আশা কৃষি বিভাগের।
নওগাঁর রানীনগর উপজেলার কৃষক জহুরুল ইসলাম। ব্যক্তিগত জমিতে বস্তায় আদা চাষ করেছেন। জহুরুল জানান, ইউটিউবে দেখে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে উদ্যোগ নেন তিনি।
বালি, ছাই ও জৈব সারের সংমিশ্রণে মাটি প্রস্তুত করেন। ১৬শ’টি ব্যাগে ভরিয়ে তাতে রোপণ করেন ৩টি করে চারা। সবচেয়ে বড় সুবিধা পতিত জমিতে খুবই সীমিত খরচ আর শ্রমে ঘরে ফসল উঠে।
জহুরুলের মত জেলার আত্রাই, সদর, বদলগাছীসহ বেশ কয়েকটি উপজেলায় হয়েছে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ। আগ্রহী চাষিরা বলছেন, এই পদ্ধতি জেনে খুবই আশাবাদী তারা
জমির চেয়ে রোগবালাইয়ের আক্রমণ হয় কম ব্যাগিং পদ্ধতির আদা চাষ; বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, জেলার ১১ উপজেলায় অন্তত ৩৩ জন কৃষক ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ শুরু করেছেন।