বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্ত জনপদে স্থবিরতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মিয়ানমার থেকে ছোঁড়া গুলি ও মর্টারের গোলার আতঙ্কে ফাঁকা হয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও ঘুমধুম সীমান্ত।
সীমান্তের স্থানীয় লোকজন জানান, বেশ কিছুদিন ধরে উৎকণ্ঠায় কাটছে তাদের সময়। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না ঘর থেকে, অনেকেই গবাদি-পশু বেঁধে রেখেছে। গোলাগুলি আংতকে এখন সন্তানদের স্কুল যেতে দিচ্ছে না বাসিন্দারা। বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু সীমান্তে স্থানীয় বাসিন্দা রয়েছে ২২ হাজারের বেশি আর ২০১৭ সালের ২৫ আগস্টের পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে সাড়ে ৪ হাজার রোহিঙ্গা।