নতুন প্রযুক্তির সংযোজনে দেশ দ্রুত ডিজিটাল হচ্ছে : শ্যামসুন্দর সিকদার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৬১ বার পড়া হয়েছে
ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রযুক্তির সংযোজনে দেশ দ্রুত ডিজিটাল হচ্ছে বলে জানিয়েছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার।
ঢাকার জিপি হাউজে মোবাইল ফোন অপারেটর- গ্রামীণফোনের ফাইভ-জি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গ্রামীণ ফোনের বিদ্যমান সেবাসমূহের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। বৃহস্পতিবার থেকে দেশের আটটি বিভাগীয় শহরে গ্রাহকদের ফাইভ-জি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন। এর আগে ঢাকা ও চট্টগ্রামে সফলভাবে ফাইভ-জি ট্রায়াল পরিচালনা করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।