ভেজাল, নকল ও অবৈধ পণ্য বিক্রির অপরাধে পটুয়াখালীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ভেজাল, নকল ও অবৈধ বিদেশি পণ্য বিক্রির অপরাধে পটুয়াখালীর দুই প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থাটির পটুয়াখালী জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সদর উপজেলার পুরান বাজার, সদর রোড ও নবাব পাড়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। ভেজাল নকল ও স্টীকারবিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রি করায় সদর রোডের সাত সওদা ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপাইটার মজিবুর রহমানকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।