মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
উদার বিনিয়োগ নীতির সুযোগ নিয়ে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে কোভিড-নাইনটিন’এর ভ্যাকসিন তৈরিতেও মার্কিন বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে মার্কিন বিনিয়োগকে উৎসাহিত করতে গোলটেবিলের আয়োজন করা হয়।
এতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে ১শ’টি ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ এবং বেশ কয়েকটি হাই-টেক পার্ক স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আইটি বিনিয়োগের জন্য সঠিক গন্তব্য
প্রতিযোগিতামূলক মজুরিতে দক্ষ মানবসম্পদ বাংলাদেশে একটি অতিরিক্ত সুবিধা। প্রয়োজনে মার্কিন বিনিয়োগকারীদের জন্য ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পদ্মা সেতু চালু এবং আঞ্চলিক সংযোগ উন্নত করা হয়েছে। ঢাকা মেট্রো-রেল প্রকল্প ডিসেম্বরে চালু হলে অভ্যন্তরীণ যোগাযোগে গতি আসবে।
ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট পদক্ষেপ দাবি : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে শক্ত পদক্ষেপ নিতে এবং সংখ্যালঘুদের অব্যাহত দমন-পীড়ন বন্ধে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হোটেল লোটে প্যালেসে ‘রোহিঙ্গা সংকট’ বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এতদিনেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় অনুষ্ঠানে আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গত ছয় বছরে একজন রোহিঙ্গাও তাদের মাতৃভূমিতে ফিরতে পারেনি। তাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রকল্প গ্রহণ করা দরকার।
শেখ হাসিনা বলেন, কিছু নির্বাচিত ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা মিয়ানমারের ওপর প্রভাব ফেলতে পারে না।
শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক সংস্থা হিসেবে আসিয়ান প্রধান ভূমিকা নিতে পারে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ৫টি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।