আড়ৎদার ও খামারিদের কারসাজিতে ডিমের দর ডজন ১৪৫ টাকা
- আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
কোনভাবেই কমছে না ডিমের দাম। ডজন ১৪০ থেকে ১৪৫ টাকা। আড়ৎদার ও খামারিদের কারসাজির অভিযোগ ব্যবসায়ীদের। বেড়েই চলছে চাল, সবজি, জিরা ও মাছের দাম। বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন ও মুরগী।
নিত্যপণ্যের বাজারে দামের ঝাঁজে সব শ্রেণি-পেশার মানুষের চোখের কোণে জল। মাস না ফুরোতেই পকেট হচ্ছে গড়ের মাঠ। সহজ দামে পণ্য যেন সোনার হরিণ।
কয়েক সপ্তাহ ধরে সবজির বাজারে চলছে অস্থিরতা। সব সব্জি কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকায় মিলছে সবজি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
কোনোভাবেই ডিমের দামের লাগাম টানা যাচ্ছে না। আড়ৎদার ও খামারিদের কারসাজিতে ডিমের দাম বাড়িছে অভিযোগ ব্যবসায়ীদের। ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। খুচরা হালি ৫০ টাকা।
এদিকে ৫ টাকা করে বেড়ে মসুর ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২৫ টাকা। জিরার দাম বেড়েছে ৫ টাকা করে। ১২ টাকা করে কম দরে বেচাকেনা হচ্ছে খোলা সয়াবিনের। বিক্রি দর ১৩৩ টাকা। ৬ টাকা করে কমে বাণিজ্যমন্ত্রণালয়ের বেঁধে দেয়া দরে বিক্রি হচ্ছে চিনি।
আমদানি করেও কমছে না চালের দাম কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৩ টাকা করে। মিনিকেট বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকা। আটাশ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা করে। ভারতের সাথে পাল্লা দিয়ে মিল মালিকরা দাম বাড়াচ্ছে অভিযোগ ব্যবসায়ীদের।
এদিকে প্রতিকেজি ইলিশ দরদাম ১৭’শ থেকে ১৮’শ টাকা। ঊর্ধ্বমুখীর তালিকায় রুই- কাতলসহ সব দেশি মাছ। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা ও খাসি বিক্রি হচ্ছে ১হাজার টাকা করে।
এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে আটা, পেঁয়াজ রসুনসহ মুদিপণ্যর দাম। বাড়েনি মুরগীর দামও।