যতবার চুরি করেছে ততবারই গ্রেফতার হয় জিসান চক্র
- আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
চুরি কারবারির পর গ্রেফতার হলেও অভ্যাসের পরিবর্তন ঘটেনি রাজধানীর বসিলার ছিচকে চোর জিসান চক্রের। যতবার চুরি করেছে ততবারই গ্রেফতার হয় চক্রটি। দিনের বেলায় রেকি করে রাতের আধারে গ্রীল কেটে চুরি করে এই চক্র। প্রতিরোধ করতে দরজা জানালা বন্ধ রাখার পাশাপাশি বাসাবাড়ীকে সিসিটিভির আওতায় নিতে নগরবাসীর প্রতি পরামর্শ আইন-শৃঙ্খলা বাহিনীর।
মাদক সেবনের পথ ধরে রাজধানীর বসিলার আরশিনগরে বসবাসকারী পেশাদার ছিচকে চোর জিসানের সঙ্গে পরিচয় হয়—পাঠাও চালক রনি’র।
খোস গল্পে উঠে আসে—-রাতের আঁধারে রাজধানীর দরজা জানালা খোলা বাসা-বাড়ীকে টার্গেট করে গ্রীল কেটে চুরি করার মতো অভিজ্ঞতারও। রাজধানীজুড়ে এ চক্রের বেশ কয়েক সদস্যের নাম উঠে আসলেও প্রতিটি চুরির ঘটনার পর গ্রেফতারের কথাও স্বীকার করে আসামীরা।
গেলো ১১ সেপ্টেম্বর রাতে দু’ সদস্যের চোর চক্র শাহবাগের আজিজ সুপার মার্কেট এলাকা ও এলিফ্যান্ট রোডে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়ে, গভীর রাতে নিউমার্কেট এলাকার একটি বাসায় চুরির কাজে সফল হয়। হাতিয়ে নেয় ১০ লাখ টাকা।
নিউমার্কেট থানায় মামলা হলে অভিযানে নামে মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় চক্রের দুই সদস্যকে।
নগরবাসীর অর্থকড়ির সুরক্ষায় দরজা-জানালা বন্ধ রাখার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি।
আইনের ফাঁক-ফোকরে এসব অপরাধী জামিন নিয়ে ফিরে আবারো এসব অপকর্মে জড়িয়ে পড়ছে বলে জানান পুলিশ প্রশাসনের এই কর্মকর্তা।