ফেনীতে মহামারি আকারে ছড়িয়েছে চোখ ওঠা, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা ব্যাধি
- আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ফেনীতে মহামারি আকার ধারণ করেছে চোখ ওঠা রোগ। পাশাপাশি শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা ব্যাধি। এতে গত দেড় মাসে মৃত্যু হয়েছে নবজাতকসহ অন্তত ১৬ শিশুর।
প্রতিদিন শত শত নারী-পুরুষ চোখ ওঠা রোগ নিয়ে ভীড় জমাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আক্রান্ত বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও। লালচে চোখ,জ্বরসহ মাথাব্যথা, চুলকানি, জ্বালাপোড়া, চোখ দিয়ে পানি পড়া সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের দাবী, সচেতনতাই এর থেকে মুক্তির বড় উপায়।
ফেনী জেনারেল হাসপাতালে শিশু শয্যা ৪৬টি। তবে এর বিপরীতে ভর্তি প্রায় শতাধিক শিশু। এদের সবাই ডায়রিয়া খিচুনি জ্বরের সঙ্গে বমি, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। রোগির চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স। মৌসুমি সমস্যার জন্য এমন পরিস্থিতি বলে জানান এ চিকিৎসক।
হাসপাতালে মাত্র দু’জন শিশু বিশেষজ্ঞ দিয়ে সেবা কার্যক্রম চলছে। রোগী ও স্বজনদের অভিযোগ, চাহিদা মতো কাঙ্খিত সেবা পাচ্ছে না তারা। তবে লোকবল সংকটে কিছুটা সমস্যা হলেও চিকিৎসকরা নিরলস কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।
সংক্রামণ দেখা দিলে নিজ উদ্যোগে ওষুধ সেবন এবং অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের সরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।