উয়েফা নেশনস লিগের ম্যাচে জয় পেয়েছে তিন জায়ান্ট
- আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
উয়েফা নেশনস লিগের ম্যাচে জয় পেয়েছে তিন জায়ান্ট। গ্রুপ ফোরে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল থেকে ১ পয়েন্ট দূরে রয়েছে নেদারল্যান্ডস। একই গ্রুপের আরেক ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে সেমিফাইনালে যাওয়ার রেসে টিকে রইলো বেলজিয়াম।
আর গ্রুপ ওয়ানের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে রেলিগেশন এড়ানোর সম্ভাবনা তৈরি করেছে ফ্রান্স। গেলো জুনে প্রথম লেগে অস্ট্রিয়ার মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর শেষ দিকে এমবাপ্পের গোলে হার এড়িয়েছিল ফ্রান্স। এবার তার গোলেই এগিয়ে গেল ফরাসীরা। ৫৬ মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ১০ মিনিট পর ব্যবধান বাড়ালেন জিরুদ। তাতেই ২-০ গোলে জয় নিশ্চিত হয় ফ্রান্সের। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ক্রোয়েশিয়া। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ডেনমার্ক, ৫ পয়েন্ট নিয়ে তিনে ফরাসীরা। শেষ রাউন্ডে ক্রোয়েশিয়া খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে আর ডেনমার্ক মুখোমুখি হবে ফ্রান্সের।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রাতে মাঠে নামবে ব্রাজিল, চিলি, উরুগুয়ে ও মিশর। শনিবার ভোরে খেলবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১ বছর পর ঘানার মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ। আগের চার দেখায় কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি ঘানা। প্রীতি ম্যাচে সবশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিলো দু’দল। জয়কে ছাপিয়ে কাতার বিশ্বকাপের জন্য দলের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে চায় ব্রাজিল দলের কোচ তিতে। শেষ ১৩ ম্যাচে অপরাজিত থেকে উড়ছে সেলেসাওরা। অন্যদিকে, শনিবার ভোর ৬টায় হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরাও মাঠে নামছে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে। হন্ডুরাসের সঙ্গে আগের দুই দেখায় দুটিতেই জিতেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ ২০১৬ সালে মুখোমুখি হয়েছিলো দু’দল।
উয়েফা নেশনস লিগের হাই ভোল্ডেজ ম্যাচে রাতে মাঠে নামবে ইতালি মুখোমুখি ইংল্যান্ড। অপর ম্যাচে জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিট।
মাঠের খেলায় সাম্প্রতিক সময়ে ভাল ফর্মে নেই ইংল্যান্ড। নেশনস লিগের প্রথম ধাপে ৪ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পাইনি হ্যারি কেইনরা। চার ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইংলিশরা।তাই এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে মরিয়া গ্যারেথ সাউথগেটের দল। অন্যদিকে খারাপ সময় যাচ্ছে ইতালিয়ান ফুটবলেও। আগেই কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ হারিয়েছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেশনস লিগেও চার ম্যাচে জয় মাত্র একটিতে। তাই এ ম্যাচ জিতেত মরিয়া রবার্তো মানচিনির দল। দুই দলের শেষ দেখায় গোলশুন্য ড্র হয় ম্যাচটি।