বাসু হত্যা মামলা : ১২ বছর পর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর শাহ আলী এলাকায় প্রকাশ্য গুলি করে বাসু হত্যা মামলায় ১২ বছর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আলকেস’কে বরিশাল মহানগরী থেকে গ্রেফতার করেছে রেব-৪। আসামির বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানায় রেব।
৫২ বছর বয়সী মোহাম্মদ আলকেশ, হত্যা ডাকাতিসহ একাধিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সম্প্রতি রেবের হাতে গ্রেপ্তার হন তিনি।
রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে রেব ৪ এর অধিনায়ক জানান, রাজধানীর শাহ আলী থানার আলোচিত বাসু হত্যা মামলার রায়ের পর ১২ বছর পালিয়ে ছিলেন তিনি।
আসামি অত্যন্ত চতুর ও দুর্ধর্ষ হওয়ায় এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিল বলে জানায় রেব চারের অধিনায়ক।
রেব জানায় ঢাকা, সিলেটেও তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বহু মামলা রয়েছে।