মহালয়ার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে শুরু সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাউৎসব
- আপডেট সময় : ০২:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১৩ বার পড়া হয়েছে
শুভ মহালয়া। দেবীপক্ষের সূচনাকালে প্রকৃতিতে ঘোষিত দেবী দুর্গার আগমনী বার্তা।দেবীকে বরণ করতে রাজধানীর মন্দিরগুলোতে ভোর থেকেই চলছে চণ্ডীপাঠের আবাহন। সনাতন পঞ্জিকা মতে, ১ অক্টোবর দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গাপূজা।
মহালয়া মানেই চণ্ডীপাঠে মাতৃবন্দনা।
মহালয়া মানেই আলোক মঞ্জীরতে বেজে ওঠা সুর। আর তাই ঢাকের কাঠিতে শুরু হয় বোধনের প্রতিক্ষা। দু’বছর করোনার পরে এবার সেই প্রতিক্ষায় রয়েছে সম্প্রীতির বার্তা।
শারদীয়ার এই পূণ্যলগ্নে ভক্তদের চাওয়া দূর হোক সমাজের সকল কূপমন্ডুকতা।
আনন্দময়ী এই আগমনে অসাম্প্রদায়িকতা মিশে থাকে সুর আর লয়ে।
এবার সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মন্ডবে পূজা পাবেন দেবী দূর্গা। পূজার নিরাপত্তা নিবিঘ্ন করতে সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।
এমন শারদ প্রভাতে শুরু হলো দেবীর আগমনী। আর ৬ দিনের প্রতিক্ষার পর ভক্তদের পূজা পেতে এবার দেবী আসবেন গর্জে চড়ে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় দেবীপক্ষের শুরু হলো চণ্ডিপাঠে দুর্গতিনাশিনীকে আবাহনের মধ্যদিয়ে।
পহেলা অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত মহালয়ার মধ্য দিয়ে দুর্গাদেবীর আগমনধ্বনি বেজে উঠলো। ভোর থেকেই রাজধানীর মন্দির গুলোতে শুরু হয় দেবীর আরাধণা। ভোর ৬ টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। দেবীর আবাহনেই শুরু দুর্গাপূজার ক্ষণগণনা।
আর ৬ দিন পরেই শুরু হবে দেবীর আরাধনা। সনাতন ধর্মমতে, এ দিন প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠানো হয়। যে আত্মার সমাবেশই মহালয়া নামে পরিচিত।পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নেরও শুরু আজ থেকে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবী আবাহনের মধ্য দিয়ে সকালে ময়মনসিংহে দুর্গাবাড়ি নাট মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার শুভ সুচনা হয়েছে।
দিনাজপুরের ১৩টি উপজেলার ১২শ’ ৬৪ দূর্গা মন্ডপে চণ্ডীপাঠ ও দেবীর বন্দনা মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় দূর্গাপূজার ক্ষণগনণা।
এদিকে, সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে চন্ডী পাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু করে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ।