নাটোরে এক গৃহবধূকে গলাকেটে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে বিউটি খাতুন নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। রাত দুইটার দিকে উপজেলার গোপালপুর স্কুলপাড়া নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ গোপালপুর স্কুলপাড়া গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। ঘটনার পর থেকে বারেক পলাতক রয়েছে।
নিহতের ভাই মতিউর রহমান জানান, গোপালপুর মুন্সিপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে পিন্টু নামে ব্যক্তি আমার বোনকে উত্ত্যক্ত করতো। এই নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ কারণে তার স্বামী আঃ বারেক গত রাতে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে আমার বোনকে হাঁসুয়া দিয়ে গলায় কোপ দিয়ে হত্যা করে।
আমার ভাগনি দেখে ফেললে সে পালিয়ে যায়। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পরকীয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তরের চেষ্টা চলছে।