চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা মামলায় হত্যাকারী মামুনসহ তিনজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জোরারগঞ্জে যুবলীগ কর্মী শহীদুল ইসলাম আকাশ হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মামুনসহ তিনজনকে আটক করেছে রেব।
গতকাল রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও চাঁদপুর থেকে ওই মামলার আসামী মামুন, মুকেশ ও ইকবালকে গ্রেফতার করা হয়। রেব জানায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার মামুনের ছোট ভাই আফজাল হোসেনকে ব্যবসায়ীক দ্বন্দ্ব ও রাজনৈতিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করে দুস্কৃতিকারীরা। ওই সময়ে মামুন এবং তার অপর এক ভাই ইকবাল অন্য একটি মামলায় জেল হাজতে ছিল। পরে জামিনে মুক্তি পেয়ে মামুন তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে গত ১৯ সেপ্টেম্বর যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশের ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে।