পঞ্চগড়ে করোতোয়ায় ট্রলারডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯
- আপডেট সময় : ০৩:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে তীর্থযাত্রীদের নৌকা ডুবির ঘটনায় আরও ১৪ জনের লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্বজনদের দাবি, এখনো অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংসদ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। ঘটনাস্থলে চলছে শোকের মাতম।
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে তীর্থযাত্রীদের নৌকা ডুবির পরদিন সোমবার বিকেল পর্যন্ত আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জন।
নিহতদের মধ্যে শিশু ১১ জন, নারী ২১ জন ও পুরুষ সাতজন।তাদের ২৪ জন বোদা উপজেলার, ১৩ জন দেবীগঞ্জের,একজন অটোয়ারীর এবং একজন ঠাকুরগাঁও সদরের।
এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের।তাদের দাবি, অর্ধশত যাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের উদ্ধারে সচেষ্ট ফায়ার সার্ভিসের কর্মীরা।ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দুরে ৭ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পঞ্চগড়ের পাশাপাশি রংপুর কুড়িগ্রাম ও রাজশাহী থেকে ৩টি ডুবুরি দল এসে দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান অংশ নিয়েছে।
ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। উদ্ধার অভিযান বহাল রাখার কথা জানান কমিটির প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।
স্থানীয় সাংসদ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরির্দশন করেছেন। উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি।
নিহতদের স্বজনরা করতোয়া নদীর পাড়ে প্রিয়জনের লাশের জন্য অপেক্ষা করছেন। তাদের আহাজারিতে হৃদয়বিদারক অবস্থা তৈরি হয়েছে।