বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের আমরণ অনশন ঘোষণা
- আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃতরা সোমবার কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের বহিষ্কৃতরা বলেন, ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাবেন।
তারা বলেন, সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ২১ জন নেত্রী ছিলেন, কিন্তু ১২ জনকে কেন বহিষ্কার করা হলো? এতেই বোঝা যায়, তারা প্রতিহিংসার স্বীকার হয়েছেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে, রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইডেন মহিলা কলেজ কমিটির ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।গঠন করা হয় ২ সদস্যের তদন্ত কমিটি। এ সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে বহিষ্কৃতরা।