চাপা ক্ষোভ নিয়ে ইডেন কলেজ ছাত্রলীগের বহিস্কৃত নেতাকর্মীদের অনশন প্রত্যাহার
- আপডেট সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চাপা ক্ষোভ আর অন্তর্জালা নিয়ে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিস্কৃত নেতাকর্মীরা। সকালে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কলেজ ক্যাম্পাসে কঠোর অনশনের হুঁশিয়ারি দিলেও, দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে, ঘোষিত কর্মসূচি পালন না করেই ফিরে আসেন তারা। এ নিয়ে কোনো কথা বলতে নারাজ বহিস্কৃত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী।
চরম বিবাদ, দু’দিনের টানা সংঘাত সংঘর্ষের ঘটনায়, কেন্দ্রীয় ছাত্রলীগ রোববার রাতে ইডেন কলেজ শাখার ১৬ নেতাকর্মিকে সংগঠন থেকে বহিস্কার করে।
তাৎক্ষনিকভাবে বহিস্কারাদেশ প্রত্যাহারসহ বেশ কিছু দাবিতে উত্তাল হয়ে ইডেন ক্যাম্পাস। রাতের অন্ধকারেও বিক্ষোভ করে বহিস্কৃত নেতাকর্মি ও তাদের অনুসারীরা।
সোমবার সকাল থেকে উত্তাল ক্যাম্পাস। দুপুরের আগে সংবাদ সম্মেলন কঠোর অনশন কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের বহিস্কৃত ১৬ নেতাকর্মি।
অনশন পালন করতে ধানমন্ডি তিন নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান বহিস্কৃত নেতাকর্মীরা।
ঘন্টা দেড়েক অপেক্ষার পর, অনশন পালন না করে, চাপা ক্ষোভ নিয়ে ধানম্ডি তিন নম্বর থেকে রিক্সাযোগে বেরিয়ে যনা তারা।
এসময় প্রতিক্রিয়া জানতে চাইলে, কোনো না না বলে এড়িয়ে যান ইডেন ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস।
অভ্যন্তরীন কোন্দলের জেরে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দু’পক্ষ শনিবার রাত থেকে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ে। একদিকে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা আর অন্যদিকে রয়েছেন সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক ।