পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় তিনদিনে ৬৭ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তিন দিনে ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং নদীর পানি কমে যাওয়ায় উদ্ধার কাজ সহজ হয়েছে। নিখোঁজদের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়া নদীপাড়ে অবস্থান করছেন স্বজনরা।
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির দুর্ঘটনার তৃতীয় দিনে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল।
সোমবার রাত ১০টা পর্যন্ত ৫০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছিল পঞ্চগড় জেলা প্রশাসন। গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে। বোদা, দেবীগঞ্জ এবং আটোয়ারী উপজেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড় সদরের নিহতদের প্রত্যেকের পরিবারকে মরদেহ সৎকারের জন্য ২০ হাজার টাকা দেয়া হচ্ছে।
স্বজনদের দাবি অনুযায়ী করা তালিকায় এখনো নিখোঁজ অনেকে।
ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন কাল জমা দেয়ার কথা রয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।