সংযুক্ত আরব আমিরাতকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ৩৭ বলে ৪৬ রান আসে মিরাজের ব্যাট থেকে।
২০ বলে ২৫ রান করেন লিটন দাস। ২২ বলে ২৭ করে মোসাদ্দেক। এছাড়া শেষ দিকে ইয়াসির আলি ১৩ বলে ২১ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ১০ বলে ১৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আরব আমিরাত। তবে পঞ্চম উইকেটে রিজওয়ান ও বাসিল হামিদের ৯০ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আমিরাত।
তবে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।