দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
- আপডেট সময় : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপনসহ আলোচনা সভাসহ নানা আয়োজনে বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ। এসময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা সভা হয়েছে। সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
রংপুরেও নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, সেলাই মেশিন বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন উদযাপিত হচ্ছে। সকালে টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কিমিটর সম্পাদক মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়।
বরিশালে দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রলীগের উদ্যোগে ৭৬ পাউন্ডের কেক কাটেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। পরে বৃক্ষরোপন কর্মসচি পালন করা হয়।
সাভারে রেলী, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
পটুয়াখালীতেও জেলা আওয়ামী লীগের আয়োজনে ৭৬ পাউন্ডের কেক কাটা হয়।
নওগাঁয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিততে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরাবতা পালন করা হয়।
চাঁদপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ। পরে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলেচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন আয়োজনে নাটোরে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কেককাটা, বৃক্ষরোপণ কর্মসুচিসহ জন্মদিনে নানা আয়োজন করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
নানা উদ্যোগে মানিকগঞ্জেও দিনটি পালন করে স্থানীয় আওয়ামী লীগ।
এছাড়া ফেনী ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।