সিন্ডিকেট করে ডিজিটাল নিলামে ডিম
- আপডেট সময় : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আবারো সিন্ডিকেটের কবলে ডিমের বাজার। ডিম সিন্ডিকেট বাজার থেকে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। খুচরা বাজারে এখন প্রতি হালি ডিম ৪৪ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। ডিজিটাল নিলামের মাধ্যমে বাড়ানো হচ্ছে ডিমের দাম।
আগে ছোট ছোট খামারিদের উৎপাদিত ডিম বাজার দখল করে থাকলেও দফায় দফায় লোকসানে সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন ডিমের বাজার চলে গেছে কাজী ফার্মস,প্যারাগন, নারিশ, সিপি বাংলাদেশসহ বড় বড় কয়েকটি ফার্মের হাতে। চাহিদার বিপরীতে লাখ লাখ ডিম সরবরাহ করছে তারাই। প্রতিদিন কোম্পানি দাম নির্ধারণ করে নিলামে ডিমি বিক্রি করে।
কোম্পানি থেকে ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১০ টাকা,পাইকারি বাজারে ১১ টাকা আর খুচরা বাজারে দাম আরো বেশি। ডিমের চড়া দামের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
খাবারের দাম বাড়ার কারণে ডিমের দাম আরো বাড়তে পারে জানালেন কাজী ফার্মসের কর্মকর্তা।
ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে অভিযান চালানো হচ্ছে, জানালেন ভোক্তা অধিকারের কর্মকর্তা।
সহজলভ্য প্রোটিন হিসেবে ডিমের চাহিদা বাড়ছে দিন দিন। এর দাম নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের।