মাথায় ইটের আঘাতে মারা গেছেন যুবদল নেতা শাওন : মুন্সীগঞ্জ পুলিশ সুপার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত শাওন বুলেটে নয়, মাথায় আঘাতের কারণে মারা গেছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন। সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে শাওনের মৃতদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে হস্তান্তর করে। সুরতহাল ও ভিসেরা রিপোর্ট পর্যালোচনা করে দেওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে মতামত প্রদান করেন ফরেনসিক বিভাগ। ওই রিপোর্টে মাথার পেছনে থেতলানো আঘাত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বন্দুকের গুলির কোনো আঘাত নেই।