নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা
- আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে নাজমা আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কাউছার আলম তুহিনের বিরুদ্ধে।
ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের বড় ছেলে নাজমুল জানান, পারিবারিক কলহের জের ধরে তার মায়ের বুকের নিচে বাবা ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তাৎক্ষণিক ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউছার আলম তার স্ত্রী নাজমা আক্তারকে পরকীয়া সন্দেহ করতেন। তার ধারণা, নাজমা আক্তার অন্য কোনো লোকের সঙ্গে পরকীয়ায় জড়িত। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল পরিবারে।
জমিজমা বিরোধের জের ধরে শরীয়তপুরে নড়িয়া উপজেলায় মতিউর রহমান মুন্সি নামে একজনকে ঘর থেকে তুলে নিয়ে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় দুবৃত্তরা নিহতের বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করেছে। দুপুরে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে।