বিভিন্ন স্থানে বিএনপির ওপর হামলার জন্য সরকারের পদত্যাগ দাবি ফখরুলের
- আপডেট সময় : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দু’মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী, ৮ অক্টোবর থেকে সারাদেশে বিভাগীয় গণ-সমাবেশ, ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।দুপুরে রাজধানীর গুলশান সংবাদ সম্মেলনে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বিভিন্ন স্থানে বিএনপির ওপর হামলার জন্য সরকারের পদত্যাগ দাবি করেন।
২৬ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দলীয় চেয়ারপর্সন খালেদা জিয়ার মুক্তি এবং চলমান আন্দোলনে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে, দুই মাসব্যাপী কর্মসুচি ঘোষনা করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব।
সব ধরনের আক্রমণের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান মির্জা ফখরুল।