৩ অক্টোবরের পর আর করোনার ১ম ও ২য় ডোজের টিকা দেয়া সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৮:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
টিকার মজুদ ও মেয়াদের স্বল্পতার কারণে, ৩ অক্টোবরের পর আর করোনার ১ম ও ২য় ডোজের টিকা দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার মো: খুরশীদ আলম। প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিকা গ্রহণ না করা মানুষদের বিশেষ এই সুযোগ দেয়া হচ্ছে বলে জানান তিনি। ১১ অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দান কার্যক্রম বলেও জানান খুরশীদ আলম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখনো ৩৩ লাখ মানুষ নেয়নি করোনার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছে ৯৪ লাখ।
এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে, প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা না নেওয়াদের জন্য শেষ বারের মতো বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে, মহাপরিচালক জানান, শিশুদের করোনা টিকার কার্যক্রম সফল করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে টিকার মজুদ রয়েছে ৩ কোটির বেশী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরই চতুর্থ ডোজের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।