আলমডাঙ্গায় চাঞ্চল্যকর দম্পতি হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাঞ্চল্যকর দম্পতি হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলন জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, মোবাইল কলের সুত্র ধরে এ হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে।
আসামী সাহাবুল ভিকটিম নজিরের ট্রলির ড্রাইভার ছিল। ২৩ সেপ্টেম্বর রাতে সাহাবুলসহ ৩ জন বালি কিনতে নজিরের বাড়িতে যায়। এ সময় নজিরের ঘরে ঢুকে প্রথমে নজিরের স্ত্রী ফরিদা খাতুনকে গলা কেটে হত্যা করে। পরে নজিরকে ঘরের বাথরুমে হাত-মুখ বেঁধে শ্বাসরোধ ও গলা কেটে খুন করে বলে জানায় পুলিশ। পরে হত্যাকাণ্ডে জড়িত রাজীব হোসেন, বিদ্যুৎ ও সাকিলকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন, রক্তমাখা জামা ও একটি ব্যাগ জব্দ করা হয়।