সাফজয়ী নারী ফুটবলারদের ময়মনসিংহ, রংপুর ও সিরাজগঞ্জে সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, রংপুর ও সিরাজগঞ্জে সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ী নারী ফুটবলাররা।
জয়নুল আবদীন পার্কের বৈশাখী মঞ্চে জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়শনের উদ্যোগে নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়া হয়। সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সদরের সিবিএমসিবি হাসপাতালের সামনে তাদের বরণ করা হয়। পরে ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ শহরে প্রবেশ করেন কলসিন্দুর মেয়েরা।
সাফ জয়ী দলের স্বপ্না এবং অপর দুই খেলোয়াড় স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে সংবর্ধনা দিয়েছে রংপুর জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সদর উপজেলা পরিষদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে অপেক্ষায় ছিলেন সর্বস্তরের মানুষ। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। আঁখির নিজ এলাকায় আঁখিকে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে শাহজাদপুরবাসী।