শরৎ ঋতু বরণে ছায়ানটের নানা আয়োজন
- আপডেট সময় : ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
শরৎ ঋতু বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নানা অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। সারদ, নুপুরের ঝংকার, একক ও সম্মিলিত নৃত্য- সংগীত আর কবিতার মধ্য দিয়ে শরৎ উৎসব উদযাপন করা হয়। তরুণ প্রজন্মকে মূল ধারার সংস্কৃতি স্মরণ করিয়ে দিতেই এই প্রচেষ্টা, জানালেন সংগঠনের সদস্যরা।
আজি কি তোমার মধুর মূরতি
হেরিনু শারদ প্রভাতে!
হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ
ঝলিছে অমল শোভাতে।
রবীন্দ্রনাথ যর্থার্থই বলেছেন।
শরতের আগমন প্রকৃতিতে নিয়ে আসে অনন্য এক সৌন্দর্য। বর্ষায় প্রকৃতির রূপ ধুয়ে মুছে নতুন সাজে নতুন রূপে অপ্সরী শরৎ।
শরতকে বরণে উৎসবের আয়োজক ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গান, একক ও সম্মেলন নৃত্য, রবীন্দ্রনাথের শরত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আয়োজকরা তুলে ধরেন প্রকৃতির মাধুর্য।
করোনা মহামারীতে সবকিছু ছিলো থমকে। প্রাণভরে নিশ্বাস নিতে শুরু করেছেন সবাই। তারই ধারাবাহিকতায় দুবছর পর এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দে মেতেছেন সকল বয়সী মানুষ। তরুণ প্রজন্মের সংস্কৃতির এই চর্চার প্রশংসা করেন অভিভাবকরা। শুভ্রতার প্রতীক শরত যেন কোন কিছুতেই ম্লান না হয় সে আহ্বান শিশু কিশোরদের।
পরবর্তী প্রজন্মকে মুলধারার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই ছায়ানটের এই প্রয়াস জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক।
সব বয়সী মানুষ শরতের রূপের সঙ্গে নিজেকে রাঙ্গিয়ে তুলে প্রকৃতিতে এক বিশেষ আনন্দের মাত্রা যোগ করেছে।