ত্রিদেশীয় সিরিজ খেলতে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
- আপডেট সময় : ০৬:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় সিরিজ খেলতে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত সাড়ে ১১টায় ঢাকা ছাড়ার কথা লিটন-মুস্তাফিজদের।সেখান থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া যাবে লাল-সবুজের দল।
২ অক্টোবর সকালে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ টিমের। ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষে মাত্র একদিনের বিশ্রাম নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের সঙ্গে পাকিস্তানসহ এই ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব বাহিনী। এরপর একদিন বিরতি দিয়ে ৪ তারিখ থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে, সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
সিরিজে টানা দুই ম্যাচ জিতে উড়ছে পাকিস্তান। পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজে ৩-২ ব্যবধানে লিড নিয়েছে বাবর আজমের দল। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চত করতে চায় স্বাগতিক পাকিস্তান। ব্যাটিংয়ে পাকিস্তানের ভরসার জায়গা দুই ওপেনার বাবর-রিজওয়ান। তবে পাকিস্তানের চিন্তার জায়গা মিডল ওর্ডার। বার বার ব্যার্থ খুশদিল-ইফতেখাররা। তবে শেষ ম্যাচের হার কিছুটা চাপে রাখবে ইংল্যান্ডকে। ব্যাটারদের দারুন ফর্ম ইংল্যান্ডের স্বস্তির জায়গা। তাই এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া সফরকারী ইংল্যান্ড।