সাভার ও আশুলিয়ায় ৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
কাজের অর্ডার না থাকায় সাভার ও আশুলিয়ায় ৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ।
শ্রমিকরা জানায়, কাজের অর্ডার না থাকায় শ্রমিকদের বেতনভাতা পরিশোধ না করে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় রাকেব এ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। শ্রমিকরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান। কারখানা কতৃপক্ষ জানায়, ২৫ অক্টোম্বর শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে। এদিকে একই কারণ দেখিয়ে সাভারের কলমায় তিতাস সোয়েটার নামের আরো এক কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। ১৬ অক্টোম্বর কারখানা খোলার পর শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এছাড়াও আশুলিয়ার কাঠগড়ায় টেক্স ওয়ার্ল্ড নামের একটি তৈরি পোশাক কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।