দেবী দুর্গাকে আহ্বানের পূজা সন্ধ্যায়
- আপডেট সময় : ০৫:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
দেবী দুর্গার বোধনের মধ্যে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে দেবীকে মর্ত্যে আহ্বানে সারাদেশে চলছে মহাষষ্ঠীর পূজা-অর্চনা। সন্ধ্যায় রয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব।
হিন্দু পৌরাণিক মতে, মহাষষ্ঠীর দিনে ভক্তদের আহবানে সাড়া দিয়ে দেবি দুর্গা কৈলাস থেকে তাঁর সন্তানদের নিয়ে মর্ত্যে আসেন। আনন্দময়ীর বোধনের মাধ্যমে আচার অনুষ্ঠান শুরু হয় মণ্ডপে মণ্ডপে।
চট্টগ্রামের জেএমসেন হল, কৈবল্যধাম, রামকৃষ্ণ মিশন, লোকনাখমন্দীরসহ নগরী ও জেলার বিভিন্ন মন্দীরে দেবীর বোধন অনুষ্ঠিত হয়। ধূপ, ঢাক-ঢোল, কাঁসর ঘন্টা, শাঁখ, উলুধ্বনী আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
পটুয়াখালীর অধিকাংশ মন্ডপে দুর্গার মঙ্গল অর্চনায় শুরু হয় মহাষষ্ঠী। এসময় অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরণে প্রার্থনা করেন ভক্তরা।
দিনাজপুরে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা সম্পন্ন হয়। বিভাগের ১ হাজার ২৬৪টি মণ্ডপে চলছে আনুষ্ঠানিকতা।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে গোপালগঞ্জে ১২’শ ৭৭টি মন্ডপে একযোগে শুরু হয় মহাষষ্ঠী। বেলগাছ তলায় পুরোহিতের মন্ত্রে মন্ডপে সৃষ্টি হয় ধর্মীয় আবহের। উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকের বাজনায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ফল, মিষ্টিসহ বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবী দুর্গাকে আহ্বান করা হয়।
নেত্রকোণায় পৌরশহরের রামকৃষ্ণ আশ্রমের পূজা মন্ডপে অনুষ্ঠিত হয় ষষ্ঠীপূজা। এবছর নেত্রকোনায় ৫২৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গোৎসব।
রাজশাহীতে ৪৫০টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিন ব্যাপি পূজা উৎসব।
গাজীপুরে ৪৫১টি মণ্ডপে আচার ও আনুষ্ঠানিকতায় পূজারীরা ব্যস্ত সময় পার করছেন। কাঁসর, শঙ্খ, ঢাক ঢোলের বাদ্য আর উলুধ্বনিতে মুখর হয় মন্ডপগুলো।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে পূজা উপলক্ষে ফ্রি হার্ট কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন।
নড়াইলের এ বছর তিন উপজেলার ৫৮৩টি মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে।
এবার দেবী দূর্গার আগমন গজে। বিদায় নেবে নৌকায়।