বাংলাদেশি-মার্কিন নাগরিকের মালিকানায় ওয়াশিংটনে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০১:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি-মার্কিন নাগরিকের মালিকানায় পরিচালিত হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। ভার্জিনিয়ায় “ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি” নামের প্রতিষ্ঠানটি উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরি নিশ্চিত করছে।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। ২০২১ সালে এর সম্পূর্ণ মালিকানা নেন দেশটির বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। বিশ্ববিদ্যালয়ে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ-বিবিএ কোর্সে বর্তমানে সাত শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। এর মধ্যে ৪ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ শিক্ষক আনা হয়েছে। তারা একাধারে বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তি।
এখানে রয়েছে ৫০ থেকে ১০০ ভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ। পড়াশোনা শেষে শিক্ষার্থীদের চাকরি খুঁজে দিতে রয়েছে বিশেষ সেল।
ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, চ্যান্সেলর, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি
অন্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও রয়েছে আইটি ও সাইবার সিকিউরিটিতে পড়াশোনার সুযোগ
বিশ্বের ১২১ টি দেশের শিক্ষার্থীরা বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন ৪ শতাধিক।