সরকার পতন আন্দোলনে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে একমত বিএনপি ও কল্যাণ পার্টি
- আপডেট সময় : ০৯:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সরকার পতন আন্দোলনে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে একমত বিএনপি ও কল্যাণ পার্টি। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে বিরোধী দলগুলো। কল্যাণ পার্টির সাথে বৈঠকশেষে এ কথা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন অনির্বাচিত সরকারকে হটাতে আন্দোলনের বিকল্প নেই।
সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের ইস্যুতে বিএনপি’র চলমান রাজনৈতিক দ্বিতীয় সংলাপ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে শুরু হয়েছে। এতে অংশ নেয় কল্যাণ পার্টি।
সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারের বিরুদ্ধে যুগপত আন্দোলনে বিএনপির সাথে শরিক থাকবেন তারা।
বিএনপি মহাসচিব বলেন, যুগপৎ আন্দোলনের রুপ রেখা খুব শিগ্রী ঘোষনা করা হবে।
অনির্বাচিত সরকারকে হটাতে কঠোর আন্দোলনের বিকল্প নেই বলে জানান মির্জা ফখরুল ।
বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। তাদেরকে ক্ষমতা থেকে নামাতে রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।