প্রথমবারের মতো জ্যাকসন হাইটসে উন্মুক্ত স্থানে দুর্গা পূজার আয়োজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে পালিত হচ্ছে দুর্গা পূজা। সার্বজনীন শারদীয় উৎসব আয়োজনে সনাতন ধর্মের মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন অন্য ধর্মের অনুসারীরাও। এ নিয়ে বাঙালি অধ্যূষিত ওই এলাকায় দেখা যায় সাজ সাজ রব।
জ্যাকসন হাইটস এলাকার ডাইভার্সিটি প্লাজায় শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বিদেশ বিভূঁইয়ে হলেও আড়ম্বরের কোন কমতি নেই। গান-নাচ-আরতীসহ চলছে সব ধরণের আচার অনুষ্ঠান।
আয়োজকরা জানান, ধর্ম যার যার উৎসব সবার।
ধর্মের নামে বিভেদ চান না কোন শান্তিকামী মানুষ। এই আয়োজনে সব ধর্মাবলম্বীরাই ভূমিকা রাখছেন বলে জানান, পূজা কমিটির উপদেষ্টা।
নিউইয়র্কে বাঙালীদের উদ্যোগে ২৫ টি প্যান্ডেলে পূজার আয়োজন চলছে।