কাল পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৪:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে কাল পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। একই দিন টুঙ্গিপাড়ায় যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে। বিকেল সাড়ে ৪ টায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাতে অংশ নেবেন। স্বাক্ষর করবেন পরিদর্শন বইয়ে। বিকেল সোয়া ৫ টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপস্থিত হয়ে মধুমতি সেতু ও মধুমতি নদী পরিদর্শন করবেন। পরে শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন। রাত সাড়ে ৮টায় ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টুঙ্গিপাড়ায় আসতে পারেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখন পযর্ন্ত নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন । রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আজ এবং কাল বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।