টানা ছুটিতে খাগড়াছড়ি ও সাজেকে বেড়েছে পর্যটক সমাগম
- আপডেট সময় : ০৬:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
টানা ছুটিতে খাগড়াছড়ি ও সাজেকে বেড়েছে পর্যটক সমাগম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটি কাটাতে খাগড়ছড়ি ও সাজেকের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপস্থিত। কক্ষ সংকটে গতরাতে অনেকেই সড়কে ঘুরে রাত কাটিয়েছেন-এমন খবরও পাওয়া গেছে। এদিকে, লম্বা ছুটিতে মানুষের পদচাণায় মুখর এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কানায় কানায় পুর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস। নিরাপত্তায় কাজ করছে ট্যুরিষ্ট ও জেলা পুলিশ।
গত এক সপ্তাহ যাবত বুকড হয়ে আছে দুই শতাধিক হোটেল-মোটেল ও কটেজ। রোববার পর্যন্ত পর্যটক সমাগম থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাঙামাটির সাজেক এবং খাগড়াছড়ির আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রীজ, তারেং, রিছাং ঝরণা, জেলা পরিষদ পার্কসহ প্রায় অর্ধশতাধিক পর্যটন কেন্দ্রের সবখানেই পর্যটকের পদচারণায় মুখর। প্রকৃতির রানী খাগড়াছড়ি ও সাজেক ঘুরে মুগ্ধ সবাই।
পর্যটকরা যাতে নিরাপদে ঘুরতে পারেন সেই বিষয়ে তৎপর পুলিশ প্রশাসন। ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ।
পার্বত্য খাগড়াছড়ি ও সাজেক পর্যটকদের ভ্রমণ আনন্দ নিরাপদ হোক এই প্রত্যাশা সকলের।
এদিকে..লম্বা ছুটিতে মানুষের পদচারণায় মুখর এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কানায় কানায় পুর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস। সাগর জলে গা ভেজানো, বালুকাবেলায় কল্পনার আলপনা আঁকা এবং সুর্যাস্ত দেখাসহ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে সমুদ্রসৈকতে ছুটে এসেছেন পর্যটকরা।