পুলিশ সুপারের ক্রয়করা রেশন কালোবাজারে বিক্রির সময় জনতার হাতে আটক
- আপডেট সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
- গোপালগঞ্জে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ১২ জন।
ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল আলীম। তিনি বরিশাল মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। গোপালগঞ্জে ভিআইপি ডিউটিতে এসেছিলেন তিনি। নিহত অপর ৩ জনের পরিচয় পাওয়া যায়নি এখনও।
এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ড্রাম ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হন।
- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, সকালে নদের পাড়ে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিরাজগঞ্জে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ সিরাজ শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকার রাসেল শিশু পার্কের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
- রাজশাহীতে ৭টি বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ তিনজনকে আটক করেছে রেব।
সকালে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, ভারত থেকে সম্প্রতি ১০টি অস্ত্রের চালান আসে রাজশাহীতে। তথ্য পেয়ে তা উদ্ধারে মাঠে নামে রেব সদস্যরা। ভোরে কাটাখালীর কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় অস্ত্র ব্যবসায়ী আতিকুর রহমান আতিককে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশের মুরগীর খামারের লুকিয়ে রাখা ৪টি রিভলবার, ৩টি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি ও ১ কেজি গান পাউডারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় আতিকের দুই সহযোগী শাহীন আলী ও শহিদুল ইসলামকও আটক করে রেব।
- কিশোরগঞ্জে পুলিশ সুপারের ক্রয়করা রেশনের ৫৩ টন চাল-গম কালোবাজারে বিক্রির সময় আটক করেছে জনতা।
এর মধ্যে রয়েছে ৩৭ টন চাল এবং ১৮ টন গম। শুক্রবার বন্ধের সুযোগে এসব চাল-গম জেলা খাদ্য গুদাম থেকে ট্রাকে করে শহরের বটতলা মোড়ে ফিরোজের দোকানের সামনে নিয়ে গেলে আটক করে জনতা। এসময় পুলিশ সুপারের ক্রয়কৃত চালান দেখায় ট্রাক ড্রাইভার। এর আগে গতকাল সন্ধ্যায় দুই ট্রাকে করে চাল-গম নিয়ে যায় বড় বাজার চাল ব্যবসায়ী জুয়েল।