ফেসবুকে অজানা আইডিতে বন্ধুত্বের জেরে গুণতে হয়েছে মুক্তিপণের অর্থ
- আপডেট সময় : ০৮:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ফেসবুকে অজানা আইডির সঙ্গে বন্ধুত্ব করে ফেঁসে যেতে পারেন আপনিও। রাজধানীতে এসএসসি পড়ুয়া এক শিক্ষার্থী এমন বন্ধুত্বে জড়িয়ে, হয়েছেন নির্যাতনের শিকার। পরিবারকে দিতে হয়েছে মুক্তিপণের অর্থ। তবে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে দুস্কৃতিকারী চক্রের তিন সদস্য। অপ্রাপ্ত বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে, সহজ ও সরল ফেসবুক ব্যবহারীদের টার্গেট করে নানা প্রলোভনে সম্পর্ক গড়ে মুক্তিপন আদায়ে ব্যস্ত অসাধু চক্র ও দুস্কৃতিকারীরা।
ফেব্রুয়ারী মাসে, রাজধানীর এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে ‘ঢাকার পোলা’ নামে ফেসবুকে বন্ধুত্ব করে একজন। ওই শিক্ষার্থীকে মিরপুর ১১ নম্বর সেকশনে আমন্ত্রণ জানায়, ঢাকার পোলা।
বন্ধুর আমন্ত্রণে মিরপুর আদর্শ নগরে গেলে, দেখা মেলে ঢাকার পোলা’ আলীর। পরিচয় হয় আরও কয়েকজনের সাথে। সমাদর করে ওই শিক্ষার্থীকে নেয়া হয় ২১ নম্বর ভাড়া বাসায়।
মুক্তিপণ আদায়ের জন্য বন্ধু হয়ে ওঠে শত্রু। চালায় অমানষিক নির্যাতন। পরিবারের কাছে ফোনে দাবি করে অর্থ।
টাকায় বিনিময়ে মেলে মুক্তি। পরে পল্লবী থানায় অপহরণ ও মুক্তিপণের মামলা করলে, তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক করা হয় চক্রের ৩ সদস্যকে।
অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চলাফেরার বিষয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ।