নীল নকশা বাস্তবায়নে জনগণকে বিভ্রান্ত করছে কমিশন : রিজভী
- আপডেট সময় : ০২:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সরকারের নীলনকশা বাস্তবায়নে জনগণকে বিভ্রান্ত করছে নির্বাচন কমিশন, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বলেন, কমিশনের আচার আচরণে সাংবিধানিক সত্ত্বার কিছুই প্রকাশ পাচ্ছে না।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অধিকাংশ জেলা প্রশাসকই একেক জন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। কেউ সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হচ্ছে। রিজভী আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে কাজ করছে বিএনপি। বিএনপির চলমান আন্দোলনে জনসম্পৃক্ততা বেড়েছে বলেও জানান রিজভী। আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি দিয়ে সরকার পতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বিএনপি। এসময় সরকারের সমালোচনা করে রুহুল কবীর রিজভী বলেন, জাদুঘরে যাওয়া লোডশেডিংয়ের কঙ্কাল নৌকার ওপর নাচছে। বিদ্যুৎ বিভাগ জনগণের টাকা লুটপাটের অভয়ারণ্য বলেও মন্তব্য করেন তিনি।