সরকার অসাম্প্রদায়িক চেতনা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্যও কাজ করছে : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৮:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
শুধু সেতু, রাস্তাঘাট ও কালভার্টেরই উন্নয়নই নয়, বর্তমান সরকার দেশের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্যও কাজ করছে। তিনি বলেন, সরকার ধর্মীয় প্রার্থনাকেন্দ্র তৈরীর পাশাপাশি সব ধর্মের মানুষকে সমান প্রাধান্য দিয়ে, দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।
রাজধানীর বনানীতে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা:) আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী একথা বলেন। সুবিধাবঞ্চিত ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এ সংগঠনটি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৭ জনকে পুরস্কৃত করে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী লে. জেনারেল (অব.) এম. নূরুদ্দিন খান, প্রধান উপদেষ্টা শেখ আব্দুল লতিফ আল কাদির আল মাদানী, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার কমর আব্বাস খোকার।