কালাকানুন দিয়ে সরকার মানুষের মুখ বন্ধ করে রাখছে: জি এম কাদের
- আপডেট সময় : ০৮:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত হলে, অনিয়মতান্ত্রিক শক্তি জায়গা করে নেবে বলে হুঁশিয়ার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন। পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর স্মরণ সভায় একথা বলেন জি এম কাদের। তিনি অভিযোগ করেন, কালাকানুন দিয়ে সরকার মানুষের মুখ বন্ধ করে রাখছে।
প্রয়াত মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজাধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে স্মরন সভার আয়োজন করে জাতীয় পার্টি।
দলীয় নেতারা ভিন্নসুরে কথা বললে, জাতীয় পার্টি দুর্বল হবে বলে সবাইকে সতর্ক করেন সিনিয়র কো-চেয়ারম্যান।
দলীয় ঐক্যের বিকল্প নেই বলে মত দেন, জাপা চেয়ারম্যান।
সরকারের কাছে কৈফিয়ত চাওয়া জনগনের অধিকার। নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত হলে এর পরিনতি সম্পর্কে হুঁশিয়ারি দেন তিনি।
গাইবান্ধা উপনির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট কেস বলেও মন্তব্য করেন জি এম কাদের।