বর্তমান সরকার রেলের বৈপ্লবিক পরিবর্তন এনেছে : রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৭২৩ বার পড়া হয়েছে
বর্তমান সরকার রেলের আধুনিকায়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেলের লোকোমোটিভ কারখানায় দেশীয় প্রকৌশলীদের দ্বারা মেরামতকৃত ডেমু ট্রেনের উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এসময় রেলমন্ত্রী নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী সংসদ নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী। কোন দল নির্বাচনে এলো আর কোন দল এলো না- তা দেখভাল করার দায়িত্ব সরকারের নয় বলেও জানান রেলমন্ত্রী। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।