অল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আলোর মুখ দেখবে : চীনা রাষ্ট্রদূত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
খুব অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আলোর মুখ দেখবে। এখন চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ, সেটি শেষ হলেই চীন ও বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি. জিমিং।
সকালে দেশের সর্ববৃহৎ তিস্তা সেচপ্রকল্প এলাকা এবং তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে নীলফামারীর ডালিয়ায় তিনি একথা বলেন। এ সময় চীনা রাষ্ট্রদূত আরো বলেন, তিস্তা মহপরিকল্পনা প্রকল্পটি বাস্তবায়ন হলে সবদিক দিয়ে পরিবর্তন ঘটবে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিরুল হক ভূইয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।