স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে ভিকারুননিসার ছাত্রীরা
- আপডেট সময় : ০৯:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
স্থায়ী ক্যাম্পাসের এক দফা দাবিতে সড়ক অবরোধ করেছে ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, একটি মহলের ষড়যন্ত্রে এই শাখাটি বন্ধের পায়তারা করছে কর্তৃপক্ষ।আর অভিভাবকরা বলছেন, এতে দুই হাজার শিক্ষার্থীর লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টির আশঙ্কা রয়েছে। অবরোধের কারণে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে অসহনীয় ভোগান্তিতে পড়ে নগরবাসী।
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিশু-কিশোরী শিক্ষার্থী ও অভিভাবকরা।
একটি মাত্র দাবি নিয়ে সড়কে অবস্থান নেয় তারা।
ধানমন্ডি শাখা স্থায়ী না হওয়ার পেছনে অধ্যক্ষকে দায়ী করেন অভিভাবকরা।
শিক্ষার্থীও অভিভাবকরা সড়কে অবস্থান নেয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অসহনীয় দুর্ভোগে পড়েন নগরবাসী। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পাড়ি জমান।
শান্তিপূর্ণ কর্মসূচি পালনে, তৎপর ছিল পুলিশ।
ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহারকে পওয়া যায়নি।