১০ বছরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:৪২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : গ্লোরিয়া জিনস কফিস অস্ট্রেলিয়ার একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাংলাদেশে সফলভাবে ১০ বছর পূর্ণ করেছে। দশ বছর পূর্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্র্যান্ডটি রাজধানী ঢাকায় ‘গুলশান আউটলেট’ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে এর যাত্রা শুরু করে। মূলত, গ্লোরিয়া জিনস কফিস ১৯৭৯ সালে আমেরিকার শিকাগো, ইলিনয়ের অদূরে একটি ছোট্ট শহর লং গ্রোভ-এ সর্বপ্রথম জন্মলাভ করে।
১৯৯৫ সালে জনাব নবি সালেহ ও পিটার আরভিন গ্লোরিয়া জিনস কফিস-কে আমেরিকা থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসেন। ছোট একটি কফি ও গিফট শপ থেকে ক্রমেই গ্লোরিয়া জিনস কফিস ছড়িয়ে পড়ে ৪০টিরও বেশি দেশের ১০০০+ আউটলেটে।
গ্লোরিয়া জিনস কফিস অস্ট্রেলিয়ার পদচিহ্ন অনুসরণ করে নাভানা গ্রুপের হাত ধরে এর ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। গ্লোরিয়া জিনস-এর প্রিমিয়াম অ্যারাবিকা বিন, বিভিন্ন রকমের পানীয় ও ফাস্টফুডের রকমারি সমাহার নিয়ে ক্যাফেটি ক্রমেই বাংলাদেশের একটি অভিজাত ক্যাফে হিসেবে জনপ্রিয়তা পায় যা আজও সফলভাবে অব্যাহত রয়েছে।
এখন পর্যন্ত গ্লোরিয়া জিনস বাংলাদেশের ৪টি আউটলেট ঢাকার গুলশান-১, গুলশান-২, ধানমণ্ডি ও বাড্ডার গুরুত্বপূর্ণ চারটি জায়গায় নাভানা গ্রুপের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোরিয়া জিনস কফিস বাংলাদেশ গত ১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় এর ১০ বছর পূর্তি পালন করে। নাভানা গ্রুপ-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোরিয়া জিনস বাংলাদেশ ও নাভানা গ্রুপ-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। গ্লোরিয়া জিনস-এর গুলশান-১ আউটলেটে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
শুরুতে গ্লোরিয়া জিনস বাংলাদেশ-এর লক্ষ্য ছিল শহুরে ব্যস্ততার মাঝে এমন একটি জায়গা তৈরি করা যেখানে আড্ডা ও গল্পের মাঝে বা একান্তে সময় কাটাতে গিয়ে মানুষ উদ্ভাবনীমূলক চিন্তার সুযোগ পাবে। একই লক্ষ্য নিয়ে আজও গ্লোরিয়া জিনস এগিয়ে চলেছে।
মনোরম পরিবেশের সাথে বিশ্বমানের কফি, খাবার ও আড্ডার স্থান হিসেবে গ্লোরিয়া জিনস বাংলাদেশ সুনাম অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্যে গ্লোরিয়া জিনস-এর উল্লেখ্য দিকগুলি আবারও আলোচিত ও প্রশংসিত হয়। উন্নত সেবা ও পরিবেশনের এই সৃষ্টিশীলতা যেন আরও দীর্ঘস্থায়ী হয় সেই কামনা করছে গ্লোরিয়া জিনস কফিস বাংলাদেশ।