ত্রিদেশীয় সিরিজের হারের বৃত্তে বন্দি বাংলাদেশ

- আপডেট সময় : ০১:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় সিরিজের হারের বৃত্তে বন্দি বাংলাদেশ। সাকিবের লড়াই করার দিনের নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে টাইগাররা। ক্রাইস্টচার্চে কনওয়ের ৬৪ আর গ্ল্যান ফিলিপসের ৬০ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে সাকিবের ৭০ রানের পরও ৭ উইকেটে ১৬০ রানে থামে বাংলাদেশ। টানা তিন হারের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
হার আর বাংলাদেশ যেন একই সুতোয় গাথা। দেশ কিংবা বিদেশ, একাদশে একাধিক পরিবর্তন, কোন কিছুতেই যেন ভাগ্য বদলাতে পারছেন না টাইগাররা। এদিনও বোলাররা পারেননি নিজেদের মেলে ধরতে।নিউজিল্যান্ডের দেয়া দু’শ ছড়ানো লক্ষ্য তাড়ায় আবারও বাজে ব্যাটিং। সাকিব আল হাসানের ফিফটির পরও বাংলাদেশ হারলো ৪৮ রানের বড় ব্যবধানে।
ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমন চালায় নিউজিল্যান্ড ব্যাটাররা। ৩২ রানে ফিন ঝড় থামানো গেলেও লাগাম টানা যায়নি ডেভিন কনওয়ে, মার্টিন গাবটিল ও গ্ল্যান ফিলিপসের।
শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন এই তিন ব্যাটার। গাপটিলের ৩৪ রান ছাড়াও কনওয়ে, ফিলিপসের আগ্রাসী ফিফটিতে কিউইরা গড়লেন দুইশ ছাড়ানো পুঁজি।
জবাবে পুরনো চেহারায় বাংলাদেশ। দুবার জীবন পেয়েও ১১ রানে বন্দি নাজমুল শান্ত। পজিশন বদলে ব্যর্থ লিটন।
২৩ রানে সুযোগ কাজে লাগালেন বটে সৌম্য সরকার। তবে, প্রশ্ন থেকে যায়। আফিফ, সোহান, ইয়াসির রাব্বিরাও পারেননি হাল ধরতে।
সবার ব্যর্থতার একাই লড়াই করলেন সাকিব আল হাসান। উপহার দিলেন দারুণ এক ফিফটি। তবে, বাকিদের আশা যাওয়ার দিনে ত্রিদেশীয় সিরিজে আরেকটি হার সঙ্গী হলো বাংলাদেশের।
টানা তিন হারের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ। বৃস্পতিবার নিয়মরক্ষার শেষ ম্যাচে আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।