বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া সন্ত্রাসী ও পুলিশের তালিকা করা হবে : আমীর খসরু
- আপডেট সময় : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
কর্মসূচিতে বাধা দেয়া সন্ত্রাসী ও অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চট্টগ্রামে সংবাদ সম্মেলেন এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরু মাহমদু চৌধুরী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি নিয়ে মাঠে নামা দলকে দমন করা যাবে না। সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় বিনা ওয়ারেন্টে হয়রানী ও দমন পীড়ন চালালে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামে আদালতে মামলা করার দলীয় সিদ্ধান্ত জানান নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। পলোগ্রাউন্ড মাঠের গন সমাবেশকে কেন্দ্র করে অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতার ও শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সব মহলের সহযোগিতা কামনা করেছেন।
গেলো রাতে নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয়ে পেশাজীবিদের সাথে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম,
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানিসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, ৬ নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে এই গনসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।